দারুল উলূম ঢাকার সেক্রেটারী আলহাজ্ব ইঞ্জিনিয়ার ক্বাজী রহমতুল্লাহ সাহেবের বাণী:
প্রথমেই মহান আল্লাহর অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি আমাদেরকে ঐতিহ্যবহী দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের নামে ও আদর্শে দারুল উলূম ঢাকা কে সর্বমহলে পরিচিত ও সমাদৃত করার লক্ষ্যে ওয়েব সাইট খুলে এক যুগোপযোগী কার্যকরী উদ্যোগ গ্রহণ করার তাওফীক দান করেছেন। আলহামদু লিল্লাহ! যেখান থেকে যে কেউ মাদরাসা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। ইনশা আল্লাহ!
প্রিয় সূধী!
“দারুল উলূম ঢাকা” এটি শুধু একটি গতানুগতিক মাদরাসা নয়। বরং এটি হচ্ছে, ধর্মীয় যাবতীয় শিক্ষা-দীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় জেনারেল শিক্ষার সমন্বিত একটি বহুমূখী দ্বীনী সেবার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষভাবে এতে রয়েছে, ধনাঢ্য পরিবারের অভিভাবকদের চাহিদা অনুপাতে তাঁদের সন্তানদের জন্য ভালমানের পড়া-লেখার পাশাপাশি খোলামেলা মনোরম সুন্দর পরিবেশ। স্বাস্থ্যসম্মত উন্নত খাবার-দাবার। ভাল আবাসন ব্যবস্থা। খেলাধুলা-শরীর চর্চার পর্যাপ্ত ব্যবস্থা ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা।
সম্মানিত দর্শক!
এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৪০০জন ছাত্র অধ্যয়নরত রয়েছে। ছাত্রদের নিয়মতান্ত্রিক পড়া-লিখার পাশাপাশি খিদমতের পরিধী বৃদ্ধির লক্ষে কম্পিউটার প্রশিক্ষণের জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। যেখানে ১০ টি কম্পিউটার রয়েছে। শীঘ্রই আরো ১০টি যুক্ত হবে। ইনশা-আল্লাহ! তাতে ছাত্র-শিক্ষক সকলে ব্যাচ-ভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছে। এবং তারা নিজেদের প্রয়োজনীয় কাজগুলো নিজেরাই করতে পারছেন। আলহামদু লিল্লাহ!
এছাড়াও অনলাইনে মাদরাসা ম্যানেজম্যান্ট সফ্টওয়্যার ঊফঁসধী ঢ়ষঁং মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তির আবেদন, যাবতীয় ফি প্রদানসহ ছাত্র-শিক্ষক ও মাদরাসার প্রয়োজনীয় সকল তথ্য জানার সু-ব্যবস্থা রয়েছে।
প্রিয় সূধী!
এ ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানটি তার উন্নতমানের বহুমূখী দ্বীনি সেবাদানের কারণে সকলের নিকট পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করেছে এবং এবং দিন দিন এর সুনাম-সুখ্যাতি বেড়েই চলছে। সুতরাং চলে আসুন! এ সুনির্মল দ্বীনি জান্নাতী পরিেিবশে। দেখে যান! আমাদের দ্বীনি কার্যক্রম। আশাকরি আপনার চোখ হবে শীতল। হৃদয় হবে প্রশান্ত ও প্রফুল্ল। হয়তো আপনি খুঁজছিলেন, আপনার ও আপনার প্রিয়দের সন্তানদের শিক্ষাদানের জন্য এমনই মনোরম শিক্ষা প্রতিষ্ঠান।
আলহাজ্ব ইঞ্জিনিয়ার ক্বাজী রহমতুল্লাহ সাহেব
সেক্রেটারী, দারুল উলূম ঢাকা
মক্কীনগর, বান্দখোলা, কালিগঞ্জ, গাজীপুর।