দারুল উলূম ঢাকা

মক্কীনগর, ভাঙ্গা ব্রীজ, কালীগঞ্জ, গাজীপুর-১৭২০

সভাপতি সাহেবের কিছু বাণী

দারুল উলূম ঢাকার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মিনহাজুদ্দীন আহমাদ সাহেবের বাণী:

 

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!


মুহতারাম,


বা’দ সালাম, আপনি আমাদের দারুল উলূম ঢাকার ওয়েব সাইট ভিজিট করার জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


প্রিয় সুধী!


এ মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন নিকট অতীতের এক বিরল ব্যক্তিত্ত্ব, সাধারণ্যে অসাধারণ মানুষ, সুন্নতের জীবন্ত প্রতীক হাজী নাযিমুদ্দীন আহমাদ রাহ. (হাফেজ্জী হুজুর রহ. এর দীর্ঘকালীন সংশ্রব ও নৈকট্যপ্রাপ্ত, হযরত শাহ্ আবরারুল হক রহ. এর মুজাযে সুহ্বত ও আমীরুল উমারা আল্লামা মাহমূদুল হাসান দা. বা. এর খলীফা)। বিশ্ববিখ্যাত ও ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ ‘দারুল উলূম দেওবন্দ’ এর অনুকরণে এর নাম রাখা হয় ‘দারুল উলূম ঢাকা’। ৬-৭-১৯৮৭ইং সনে রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে শুরু হয় এর শুভযাত্রা। বর্তমানে ‘দারুল উলূম ঢাকা’ ঢাকার অদূরে টঙ্গী-ঘোড়াশাল রোডে টঙ্গী ষ্টেশন রোড থেকে ১৫ কি.মি. পূর্বদিকে গাজীপুর-কালিগঞ্জ থানাধীন মক্কীনগর, বান্দাখোলা (ভাঙ্গাব্রীজ) সংলগ্ন ১৩বিঘা জায়গায় সুবিশাল পরিসরে, খোলামেলা মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে স¦গৌরবে দন্ডায়মান।    


প্রিয় দর্শক!
এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণী হতে নূরাণী, হিফয এবং কিতাব বিভাগ (দাওরায়ে হাদীস পর্যন্ত) চালু রয়েছে। সবমিলে এতে প্রায় ৪০০ এর অধিক ছাত্র লেখাপড়া করছে। এতে ধর্মীয় সকল বিষয় শিক্ষাদানের পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী ও ইতিহাস-ভূগোল ইত্যাদি প্রয়োজনীয় জেনারেল শিক্ষাও প্রদান করা হয়। যুগচাহিদা পূরণে কম্পিউটার প্রশিক্ষণের জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। এছাড়াও অনলাইনে মাদরাসা ম্যানেজম্যান্ট সফ্টওয়্যার ঊফঁসধী ঢ়ষঁং মোবাইল অ্যাপের মাধ্যমে ভর্তির আবেদন, যাবতীয় ফি প্রদানসহ ছাত্র-শিক্ষক ও মাদরাসার প্রয়োজনীয় সকল তথ্য জানার সু-ব্যবস্থা রয়েছে।


প্রিয় সুধী!
এ মাদরাসাটিকে ভবিষ্যতে আরো বিভিন্ন ফ্যাসালিটি সম্পন্ন করার পরিকল্পনা আমাদের রয়েছে। আপনার বিশেষ দু’আ, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং সুযোগমত এ দ্বীনি প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তা’আলা এ দ্বীনী প্রতিষ্ঠানটিকে কবুল করুন এবং তাকে আমাদের নাজাতের ওসীলা বানান। আমীন! 

 

আলহাজ্ব ইঞ্জিনিয়ার মিনহাজুদ্দীন আহমাদ
সভাপতি, দারুল উলূম ঢাকা
মক্বীনগর, বান্দাখোলা, কালিগঞ্জ, গাজীপুর।